খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে মহানগর বিএনপির একাংশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ মার্চ ) সন্ধ্যায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে তাথক্ষণিকভাবে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এর আগে ইসতিয়াক আহমেদ ইস্তিকে আহবায়ক এবং মো: তাজিম বিশ্বাসকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজা। বক্তৃতা করেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েদ, এস এম কামাল হোসেন, নিঘাত সীমা, আক্তারুজ্জামান তালুকদার সজীব, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মুনতাসির আল মামুন, মোল্লা রিয়াজুল ইসলাম, শাহানাজ সরোয়ার, মিজানুর রহমান বাবু, জাহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু।