করোনা নির্মূলে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৫-১১ বছর বয়সী ৮৮ হাজার শিশুকে টিকা দান কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ কর্মসূচির প্রথম দিন। মধ্য সেপ্টেমবরে কর্মসূচি শেষ হবে। এর পূর্বে ১২ বছরের উর্দ্ধে শিশুদের জনসন, সিনোভ্যাক্স ও ফাইজার (শিশু) টিকা দেওয়া হয়।
কেসিসি সূত্র বলেছে, এ কর্মসূচির প্রথম দিনে আগামীকাল সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত দৌলতপুর শশী ভূষণ স্কুল, খালিশপুর উত্তরকাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমক বিদ্যালয় টিকা দান চলবে। আগামী শনিবার সকাল ৯ টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে মেয়র তালুকদার আব্দুল খালেক এ কর্মসূচির উদ্বোধন করবেন। ২৮ আগস্ট থেকে পরবর্তী দু’সপ্তাহ পর্যন্ত ৩১ টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার তথ্য দিয়েছেন নগরীর ৮৮ হাজার শিশুকে এ কর্র্মসূচির আওতায় আনা হয়েছে। ৬৬ হাজার ২৪০ ডোজ টিকা মজুদ রয়েছে। বাকি টিকা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসে পৌছাবে।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র বলেছে, জেলায় ইতিপূর্বে ১২ বছরের উর্দ্ধে শিশুদের প্রথম ডোজে ২ লাখ ৫৪ হাজার ৩৩ জনকে, এবং ২ লাখ ৩১ হাজার ১৬৪ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। সূত্র বলেছে, করোনা নির্মূলে সরকার টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে। ২০১৯ থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮০৭ জন মৃত্যুবরণ করে।