খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

নগরীর ৩টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ২২, ৩০ ও ৩১ ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাতে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- খুলনার সদর থানার এলাকার ২২, ৩০, ৩১নং ওয়ার্ডের আহবায়ক কমিটি নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল ও সাধারন সম্পাদক ফারুক হিলটন অনুমোদন করেছে। আগামী ৯০ দিনের ভিতরে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সমূহের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য সকল ওয়ার্ড ও ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এরমধ্যে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক করা হয়েছে মোঃ ইকবাল হোসেন বাবু কাজীতে। এছাড়া যুগ্ম আহবায়ক মোঃ রাজু হাওলাদার ও সদস্য সচিব করা হয়েছে মোঃ জহির শেখকে।

৩০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ফিরোজ হাওলাদার, যুগ্ম আহবায়ক সুরুজ ব্যাপারী ও সদস্য সচিব মোঃ আলী আকবর।

এছাড়া ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক মোঃ এজাজ হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ সুমন শিকদার ও সদস্য সচিব মোঃ জামাল হোসেন ভুট্টো।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!