ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ মে) সামচুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের লোকজন খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিহতের ঘোষণা দেয় খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিতরা। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলায় বিএনপির দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, আরেক গ্রুপের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। দুজনেই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, দুই গ্রুপের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় সোমবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল।
সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান জানান, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এমএনএস