খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেপ্তার ৪
  এটিএম আজহারের খালাসের রায়ে সই করেছেন ৭ বিচারপতি; মুক্তিতে বাধা নেই
  সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে খালাস

আলফাডাঙ্গা বিএনপির দু’গ্রুপ মুখোমুখি, ১৪৪ ধারা জারী

গেজেট ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ মে) সামচুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের লোকজন খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিহতের ঘোষণা দেয় খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিতরা। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলায় বিএনপির দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, আরেক গ্রুপের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। দুজনেই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, দুই গ্রুপের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় সোমবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল।

সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান জানান, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!