খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নগরীর ২৩ নং ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২৫শে আগস্ট শহীদ এ্যাডঃ মঞ্জুরুল ইমাম এর শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করে ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি চৌধুরী মিনহাজ-উজ জামান সজল ও সভা পরিচালনা করে ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো।

সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের শাহাদাৎ বার্ষিকীতে খুলনা মহানগর ও সদর থানা আওয়ামী লীগ এর নির্দেশনা অনুযায়ী সকল কর্মসুচিতে অংশগ্রহনসহ ওয়ার্ডের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে এবং ২৫ শে আগস্ট শহীদ এ্যাডঃ মঞ্জুরুল ইমাম এর শাহাদাৎ বার্ষিকীতে জোহরবাদ মতি মসজিদে দোয়া মহফিল ও দোয়া শেষে সামসুর রহমান রোডস্থ তার বাড়ির সামনে তোবারক বিতরণ করা হবে।

এছাড়াও ১৫ই আগস্ট কে সামনে রেখে ওয়ার্ডে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্যানা,ফেস্টুন তৈরি করতে চাইলে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার না করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মন্টু, আহাদ আলী, রতন মিত্র, আনোয়ার হোসেন সোনা, শেখ সমসের আলী, বিপ্লব সাহা লব, ইকবাল করীর লিটন, রাজিব সাহা, রুশিয়া রহমান, শফিকুল ইসলাম সুমন, জলিল মোল্লা, গোলাম মোরশেদ, আনোয়ার হোসেন, সাইফুল উজ্জামান, মানিরুজ্জান খান, অসিম শীল, শেখ মোস্তাফিজুর রহমান জনি, প্রনব চক্রবর্তী, মোঃ হাফিজুর রহমান, বাপ্পি রায়, সোভন কর, লিমন হাসান প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!