খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
'ক্ষমতা নিয়ে হানাহানিতে লিপ্ত হওয়া সমীচীন নয়'

সহনশীল অবস্থানে আসুন, প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন : মামুনুল হক

গেজেট ডেস্ক

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ছাত্রনেতাদের অযথা কোনো বাগবিতণ্ডায় জড়ানোর প্রয়োজন নেই বলে মনে করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি ছাত্রনেতাদের এসব এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেছেন, তোমাদের ত্যাগ ও কুরবানি, জুলাই-আগস্টের বিপ্লবে ঐতিহাসিক নেতৃত্ব এ দেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে। কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন কর।

মামুনুল হক বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পরও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার বাস্তবায়নে আজও কোনা রূপরেখা আমরা দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই, অনতিবিলম্বে আপনি সংবিধানসহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপের ভিত্তিতে উপযুক্ত সময়ে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে।

মামুনুল হক বলেন, প্রফেসর ইউনূস সাহেব জাতির অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনাপ্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনাদের ব্যক্তিগত মান-অভিমান এ দেশের ১৮ কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারে না। এ দেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। এ দেশের অনেক মায়ের চোখের পানি এখনো শুকায়নি। এখনো শহীদের রক্তের দাগ বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনই ক্ষমতা নিয়ে এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন নয়। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলতে চাই, এভাবে আল্টিমেটাম দিয়ে, টাইমফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। সহনশীল অবস্থানে আসুন। প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি আপনার সংস্কার কাজ সম্পন্ন করুন। এ দেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এ দেশের মানুষ বিশ্বাস করে না। এই দুর্বৃত্তায়নের নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্ত সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। ভালো মানুষের সংসদ সদস্য হওয়ার কোনো ব্যবস্থা নেই। দেশের মানুষকে জিম্মি করে মব তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে, এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, বিগত সরকারের যারা দোসর ছিল, যারা পৃষ্ঠপোষক, ফ্যাসিবাদের জন্মদাতা যারা, তাদের আমরা রক্ষা করছি আমাদের দ্বন্দ্ব সংঘাত উসকে দিয়ে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করার চেষ্টা চলছে। কাজেই আসুন আমরা হাতে হাত রাখি। জুলাই-আগস্টের চেতনাকে শানিত করে অভূতপূর্ব ঐক্য সাধন করে সব ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিতে চাই।

মামুনুল হক বলেন, প্রতিটি ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলব। প্রতিটি ঘরে বাবা-মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে নারীদের যেভাবে বঞ্চিত করা হয়, কন্যা সন্তানকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়, সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে তাদের উত্তরাধিকার সম্পত্তি নিশ্চিত করবে।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন হয়ে বিজয়নগর পানির টাংকি এলাকায় গিয়ে শেষ হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!