খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলাবদ্ধতা নিরসনে ব্যক্তি সচেতনতা খুব জরুরি। শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের উদাসীন আচরণ পরিবর্তন করতে হবে। টেকসই নগর উন্নয়নে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকাসহ অন্য শহরের প্রেক্ষাপটে খুলনা শহরের জলাবদ্ধতা যথেষ্ট নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় আছে। আমরা যদি পরিকল্পনায় আর কোন ভুল না করি, ব্যবস্থাপনায় ত্রুটি না করি, সময়ের কাজ সময়ে করি তাহলে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা যাবে। বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন করা সম্ভব।
আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে খুলনা শহরের জলাবদ্ধতার প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউএসএআইডির বাংলাদেশ মিশন প্রতিনিধি জাহিদ ফারুক, ক্লাইমেট চেঞ্জ, আরবান ডেভেলপমেন্ট (ব্র্যাক) এর পরিচালক ড. মোঃ লিয়াকত আলী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। আলোকচিত্র ও ফটোভয়েস প্রদর্শনীর উদ্দেশ্য ও পেক্ষাপট সম্পর্কে আলোকপাত করেন এশিয়া রেজিলেন্ট সিটির প্রকল্প প্রধান ফারহানা আফরোজ।
ইউএসএআইডির অর্থায়নে, জেএসআই, রিচার্জ এন্ড টেনিং ইনস্টিটিউট, ব্র্যাক বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা গেজেট/এনএম