“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানে সংখ্যালঘুদের সু-রক্ষা ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিতে সারাদেশের ন্যায় খুলনায়ও মানববন্ধন, গণঅবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদ, খুলনা শাখা, পূজা উদযাপন পরিষদ খুলনা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ এর সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমল সেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বিজয় কুমার ঘোষ, সংগঠনের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, গোপাল চন্দ্র সাহা প্রমুখ।
খুলনা গেজেট/এমবিএইচ