খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

নগরীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

নগরীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত তিন কর্মী। বর্তমানে তারা সকলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ, ১১ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে খুলনা থানাধীন শহীদ হাদিস পার্ক আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ প্রহরায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী চলমান আছে।

আহতরা হলেন, জোড়াকল বাজারের তুহিন হাওলাদারের ছেলে সাব্বির, নতুন রেললাইন এলাকার বায়েজীদ হাওলাদারের ছেলে তানভীর এবং দিলখোলা মোড়ের লিটন হাওলাদারের ছেলে লিমন ওরফে বাবু।

জানা যায়, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল নিয়ে জোড় হচ্ছিল। হঠাৎ করেই মিছিলের মধ্য থেকে দুই পক্ষের ছেলেদের মাঝে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ শুরু হয়। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা দলের একটি সূত্র জানিয়েছে। এদিকে আহত লিমন বর্তমানে প্রিজন সেলে আটক হয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানার জন্য মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিকেলে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে ছিল না। শুনেছি কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছে। তারা মেডিকেলে ভর্তি রয়েছে। আমাদের কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। বর্তমানে আমিসহ সকলেই আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছি।

 

খুলনা গেজেট/নূর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!