খুলনা নগরীতে মাটির নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ১০৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেল এর কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোড এর পশ্চিম পার্শ্বে মোঃ ইফতেকার আহম্মেদ এর বাড়ীর পিছনে বিলকিস বেগম এর পরিত্যক্ত জমি থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থানাধীন ৮নং মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোডের বিলকিস বেগম এর পরিত্যক্ত জমির পশ্চিম পাশে দেওয়াল এর কাছে বিল্ডিং নির্মাণ করার জন্য মাটি খনন করা হচ্ছিল। এ সময় মাটির আনুমানিক চার ফিট নিচে নিস্ক্রিয়, পরিত্যক্ত ও ভাঙ্গাচুরা এবং কাদামাটি মেশানো অবস্থায় কার্তুজ পাওয়া যায়।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ হাজার ১০৫ রাউন্ড রাউন্ড কার্তুজ উপস্থিত সাক্ষীদের সামনে থেকে উদ্ধার করে। বর্তমানে সেগুলি খুলনা থানা মালখানায় জমা রাখা হয়েছে।
এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্মাণ শ্রমিক মোঃ রবিউল ইসলাম জানান, মাটিতে খোয়া ও পাথরের পরিমাণ বেশী। কোদাল ব্যবহার করা যাচ্ছিল না। সেখানে শাবল ব্যবহার করে কাজ করছিলাম। হঠাৎ শক্ত জিনিষ বেধে গেল। কোদাল দিয়ে মাটি সরিয়ে একটি লোহার বাক্স দেখতে পান। সেটির মুখ খুলে গুলি দেখতে পেয়ে ভয় পান তিনি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি থানায় ফোন দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
খুলনা গেজেট/ এস আই/ টি আই