খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

নগরীতে ভারতীয় প্রসাধনীসহ চোরাকারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরী থেকে চোরাচালানের সময় ভারতীয় প্রসাধনীসহ মোঃ দুলাল খান (৫২) নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে খুলনা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে নগরীর ৪ নং ঘাট কলোনীর মৃত আজহার খানের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  খুলনা জেলার রেল স্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে ভারতীয় প্রসাধনী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি খুলনা রেল স্টেশনের পাশে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর জোনাল অফিস, জোন-৯ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ দুলাল খানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ও নগদ ২১ হাজার ১৯৬ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনা জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!