নগরীতে ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে রেজাউল করীম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মে) সকালে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে একটি বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সে কয়রা মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত. হোসেন সরদারের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিস্ত্রীপাড়া বাজারের পেছনে জনৈক আমিনুরের বাড়িতে নিমার্ণের কাজ করছিলেন রেজাউল করিম। বাইরের পাশে বাঁশ বেঁধে ইটগাথছিলেন তিনি। দুর্ঘটনা বশত তিনি পা পিছলে মাটিতে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়।
দু’কান দিয়ে অনবরত রক্ত পড়তে দেখে সহযোগীরা তাকে উদ্ধার করে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে খুলনা থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
খুলনা থানায় অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, নিহত ব্যক্তি ইট গাথুনীর কাজ করছিলেন। অসাবধানতার কারণে উপর থেকে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিলে পথিমধ্য তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।