খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

নগরীতে বিদেশি মদ-বিয়ারসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশী মদ ও ১০ ক্যান BELGIAN BEER সহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রে জানা যায়, আজ সোমবার (১১ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) বায়জীদ ইবনে আকবর এঁর নেতৃত্বে অফিসার ইনচার্জ (লবণচরা থানা)  সমীর কুমার সরকার এর সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন সাচিবুনিয়া গ্রামস্থ আমেরিকান বাড়ীর বিপরীত পাশে মোঃ শাহাজাহান হাওলাদারের দ্বিতল ভবনের দক্ষিণ ইউনিটের পশ্চিম পাশের রুমের মধ্য থেকে ৮ বোতল বিদেশী WHISKY যার সর্বমোট মূল্য ৬৪ হাজার টাকা; ৪ বোতল বিদেশী VODKA, যার সর্বমোট মূল্য ২৮ হাজার টাকা; ৩ বোতল বিদেশী GIN GILBEY’S যার মূল্য ১৮ হাজার টাকা এবং ১০ ক্যান BELGIAN BEER, যার মূল্য ১০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ১) মোঃ শাহাজাহান হাওলাদার(৫৪), পিতা-মৃতঃ আব্দুল মজিদ হাওলাদার, সাং-সাচিবুনিয়া মদিনাবাদ ওয়াপদা রোড, থানা-লবণচরা, জেলা-খুলনাকে গ্রেপ্তান করা হয়।

এ বিষয়ে লবণচরা থানার মামলা নং-৮, তারিখ-১১/১০/২০২১ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!