খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

নগরীতে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার: নেতৃবৃন্দের উদ্বেগ

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীতে পুলিশ বিএনপি অঙ্গ দলের ১০ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, খান জাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা বিএনপি কর্মী নজরুল সরদার, ২৩নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহাদাত হোসেন, খান জাহানআলী থানা স্বেচ্ছাসেবক দল দলের সহ-সভাপতি ফারুক হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি কর্মী আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপি কর্মী আব্দুল কাইয়ুম, মইনুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবদলের শাহিন পাটোয়ারী, ১৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। গ্রেফতারকৃতদের পুর্বে দায়েরকৃত গায়েবী নাশকতা মামলা গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

এ দিকে নতুন করে নগরীতে পুলিশের অভিযান ও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।

মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা বলেন, অবৈধ সরকার একদলীয় শাসন কায়েমের মানসে কোন কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের ওপর নিপিড়ন শুরু করেছে। পুলিশ সদস্যরা দেশ ও দেশের জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে একটি লুটেরা, গণতন্ত্র হরণকারী অবৈধ সরকারের দলীয় মিশন সফল করতে সহযোগিতা করছে। এ ধরণের অহেতুক অযথা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার , পরিবার পরিজনের সাথে অসৌজন্যমুলক আচরণের প্রতিটি ঘটনা বিএনপি মনে রাখবে। প্রতিটি অন্যায় কর্মকান্ডের বিচার এদেশের মাটিতে হবে। নেতৃবৃন্দ আগামীতে এ ধরনের হয়রানী কর্মকান্ড, বিএনপির গনতান্ত্রিক আন্দোলনে বাধাদান থেকে পুলিশ সদস্যদের বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!