নগরীতে তুচ্ছ ঘটনায় ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী বলেন, শিববাড়ি মোড়ে জিয়া হলের ভিতরে বালুর মাঠে কয়েকজন ফ্রন্ট লাইনার্স ছাত্রী ও কয়েকজন ছাত্রের সাথে আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে ১০ থেকে ১২জন কে বা কারা এসে আমার বাইকের পেছনে থাকা হাজী মহাসীন কলেজের ছাত্র নাজমুলকে এলোপাতারি মারতে থাকে। এরপর আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারতে ঔদ্ধত্য হয়। এসময় আমাকে বাচাতে কয়েকজন ছাত্রী বোন আসলে তাদের উপরও হামলা করে। আমরা ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এর মধ্যে সরকারি পাইওনিয়ার কলেজের ছাত্রী দিয়া এবং সিটি কলেজের ছাত্রী সাদিয়া গুরুতর আহত। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নাজমুল ও শাহারিয়ার খালিদসহ মোট ৮ জন আহত হয়েছে। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে আহত। পুলিশ যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে যেন দায়িত্ব ছেড়ে দেয়।
তবে এই বিষয় ভিন্ন বক্তব্য দিয়েছে আহত অপর এক ছাত্র সাকিব রেজা। সরকারি সিটি কলেজের ছাত্র সাকিব বলেন মূলত সাজেদুল ইসলাম বাপ্পীর বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ ছাত্রদের বাদ দিয়ে বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠানে অছাত্র নিয়ে যায়। এই নিয়ে তার সাথে আজকের সমাজ সেবা অফিসে আমার এক দফা তর্ক হয়। এরপর আমি শিববাড়ি মোড়ে অবস্থান করলে ওরা বেশ কয়েকজন এসে আবারও এই বিষয় নিয়ে তর্কে জড়ায়। বাপ্পির সাথে থাকা নাজমুল নামে একটি ছেলে আমার উপর চড়াও হয়। আমিও প্রতিবাদ করলে সাথে থাকা কয়েকটি মেয়ে আমার গায়ে হাত তোলে। তাদের নখের আচর আমার হাত ছিড়ে যায়। এছাড়া আমার হাতে ইট দিয়ে আঘাত করে বাপ্পি যেখানে আমি গুরুতর আহত হই। আমাদের আরও ৭ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৯-১০ ওয়ার্ডে যেয়ে দেখা যায় যেখানে তিন জন শিক্ষার্থী শুয়ে আছেন এর মধ্যে একজনের অক্সিজেন চলছে।
সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত সহকারী রেজিস্ট্রার মোঃ কনক হোসেন বলেছেন এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, এটা দুই পক্ষের অভ্যন্তরীণ সমস্যা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে সম্পৃক্ত নয়।