খানজাহান আলী থানাধীন তেতুলতলা এলাকার আলোচিত ধর্ষণ মামলায় সজীব ওরফে জীবন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর থেকে আটক করা হয় তাকে।
মামলার তদন্ত কর্মকর্তা মো: শাহরিয়ার বলেন, ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলের শ্রমিক দম্পত্তি ১৮ মার্চ রাতে সিএনজিযোগে শিরোমনি তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। গ্যারেজে নিয়ে প্রথমে ভিকটিমের স্বামীর হাত বেঁধে ফেলা হয়। এরপর ওই নারীকে একটি কক্ষে নিয়ে দুর্বৃত্তরা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা থানায় এসে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যার নং ৬। ঘটনার দিন রাতে গ্যারেজ মালিক কামরুলকে আটক করা হয়। এরপর অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। সজীবসহ ছয়জন আসামিকে এ মামলায় আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সজীব ওরফে জীবন খুব ধূর্ত প্রকৃতির মানুষ। একেক সময় একেক স্থানে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ ও মাদারীপুর সীমানা হতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
খুলনা গেজেট/ এস আই