খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশে কোভিড-উনিশ সংক্রমণের প্রকোপ হ্রাস পেলেও এখনো আশংকা মুক্ত নই। কোভিড সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অনুসরণের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করা দরকার। খুলনা সিটি কর্পোরেশন এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ প্রচেষ্টায় এগিয়ে আসার আহবান জানান।
সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেল জেলা পর্যায়ে কোভিড কালীন ভবিষ্যৎ করণীয় শীর্ষক এডভোকেসি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘এক্সক্লুডেড পিপলস রাইটস ইন বাংলাদেশ’ (ইপিআর) প্রকল্পের আওতায় ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএস) এ ওয়ার্কশপের আয়োজন করে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্টেক হোল্ডার এবং নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় খুলনা মহানগরীর ৮টি ওয়ার্ড (১৮, ১৯, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০ ও ৩১) এবং বটিয়াঘাটা উপজেলার ৪টি ইউনিয়নের (বটিয়াঘাটা, গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোট) প্রকল্পভুক্ত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহয়তা ছাড়াও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন পরিস্কার-পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ। সুতরাং প্রত্যেকের নিজ পরিচ্ছন্নতার পাশাপাশি আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা উচিৎ। নিজ নিজ অবস্থান থেকে সকলে সচেতন হলে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, মাজেদা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কেএমএসএস-এর সিটিজেন সাপোর্ট গ্রæপের নেতা মোঃ জাকির হোসেন, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। কোভিড সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়াটার এইড’ এর সহযোগিতায় ‘নবলোক’ এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করে। অনুষ্ঠানে নগরীর পরিছন্নতা কাজে নিয়োজিত ৫’শ ৮২ জন কর্মীর মাঝে ১ হাজার ৩শ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ৫’শ মাস্ক বিতরণ করা হয়। কেসিসি’র কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারি কঞ্জারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানী, নবলোক এর প্রজেক্ট অফিসার সুজানা লোপা বাড়ৈ, কমিউনিটি মবিলাইজার অর্ঘ্য দাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম