খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮
  মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল

নকশা ভেঙ্গে ভবন নির্মাণ, ভেঙ্গে দিলো কেডিএ

নিজস্ব প্রতিবেদক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করেছেন অন্যের জমিতে। সোমবার অভিযান চালিয়ে ওই ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে দিয়েছে কেডিএ। সোমবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে এই অভিযান চালানো হয়।

এ সময় কেডিএর স্থায়ী সদস্য (নিয়ন্ত্রণ) শবনম সাবা, স্থায়ী সদস্য (উন্নয়ন) জামাল উদ্দিন বাচ্চু, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামিন উপস্থিত ছিলেন।

কেডিএর কর্মকর্তারা জানান, লবণচরা থানার কৃষ্ণনগর মৌজার বাসিন্দা খলিল হাওলাদার বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেন। কিন্তু তিনি পাশের একজনের জমির কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করেন। বিভিন্ন সময় তাকে নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ এবং বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নোটিশ দেওয়া হলেও তিনি শোনেননি। পরে অভিযান চালিয়ে ওই ভবনের বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!