নওয়াপাড়া পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে নওয়াপাড়া জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতা কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন।
সম্মেলনলের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবু নাঈম । প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ)অনিন্দ্য ইসলাম অমিত । বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য, উপজেলা ও পৌর সমন্ময়কারী মিজানুর রহমান খান।
প্রধান বক্তা বলেন, চলমান গণতন্ত্র পূণ উদ্ধার আন্দোলনকে আরও বেগবান করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে । আরও বলেন, নিজেদের ক্ষুদ্রস্বার্থ পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং এ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচুত্য করে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপি’র আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক গোলাম হায়েদার ডাব্লু, মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম, যুগ্ন আহবায়ক সেলিম রেজা, আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চলনা করেন যুগ্ন আহবায়ক জাকির হোসেন সরদার ও মাহমুদ হাসান লিপু।
দুপুরের পরে দ্বিতীয় অধিবেশনে নওয়পাড়া পৌর ৯টি ওয়ার্ডের কাউন্সিলারদের গোপন ব্যালটের ভোট প্রাদানে মধ্যে দিয়ে শুরু হয়। সভাপতি, সাধারন সম্পাদক ও ২জন সাংগঠনিক সম্পাদক সহ মোট ৮জন প্রার্থী রয়েছে । ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৬৩৯ জন।
খুলনা গেজেটে/এসজেড