নওয়াপাড়ায় উৎসব মুখর পরিবেশে ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতিতে নওয়াপাড়া ইনষ্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে সন্ধ্যা ৬ পযর্ন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে।
রাত ৯টার পর নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের বেসরকারী ফলাফলে দেখা যায়, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্নিস সদস্য পদে ৮জন, এই তিনটি পদে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন, যুগ্ম সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে জিয়া উদ্দিন পলাশ ৯শ’ ২৩ পেয়ে বিজয় অর্জন করেন, সাংস্কৃতিক সম্পাদক পদে গরুর গাড়ী প্রতিকের জিএম মনিরুজ্জামান মনি, ১ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৮ জন। হাঁস প্রতিকে প্রার্থী রওশন কবির টুটুল ১ হাজার ১শ’ ৫৮ ভোট, আম প্রতিকে প্রিয়ব্রত ঘোষ লিটন ১ হাজার ২৮ ভোট, ফুটবল প্রতিকে আসাদুজ্জামান জনি ৯শ’ ৭৯ ভোট, চেয়ার প্রতিকে প্রসেনজিত দাস সনজিত ৯শ’ ৪৭ ভোট, বাঘ প্রতিকে আরাফাতুল রহমান ইরান ৯শ’ ৩৫ ভোট, মই প্রতিকে বাকিউজ্জামান রানা ৯শ’ ৮ ভোট, সাইকেল প্রতিকে লিটন কুমার কুন্ডু ৮শ’ ৩৭, মাছ প্রতিকে বিশ্বজিৎ গুহ ৮শ’ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে দিলীপ কুমার সাহা, সহ-সভাপতি মোবারক হোসেন সরদার, ইমদাদুল হক ইমু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক (সংরক্ষিত) লায়লা খাতুন, পাঠাগার সম্পাদক বিবেকানন্দ মন্ডল, ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার রায় ও সমাজ কল্যাণ সম্পাদক রোকনুজ্জামান বাদশাকে নির্বাচিত ঘোষনা করা হয়।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান জানান, শুরুতে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল। বৃষ্টির কমলে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। তাছাড়া নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।