অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে,আমডাঙ্গা গ্রামের মুজিবর মোল্যার বাড়ি থেকে অহিদুল ইসলাম এর বাড়ি পর্যন্ত ১শ’ ৫০ ফুট ইট বসানো সরকারি রাস্তা ১৯৬২ সালে ম্যাপে ছিল। কিন্তু বর্তমান এই রাস্তাটি ভারতের নাগরিক কাশিদাসের নামে রেকর্ড হয়েছে। এই রাস্তাটি উদ্ধারে রবিবার এলাকা বাসি সকালে মানববন্ধন করেছে।
এসময় বক্তব্য রাখেন নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা শেখ আমিনুর রহমান, আঞ্জুমানারা বেগম, হেলেনা বেগম, হারানমন্ডল,কামরুলইসলাম, সালমা বেগম, সুফিয়া বেগম, ফতেমা বেগম, শুকুরআলী শেখ প্রমুখ।
বক্তরা বলেন এই রাস্তাটি ১৯৬২ সালে ম্যাপে ছিল। ১০/১২ বছর আগে নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ এ রাস্তায় ইটের সলিং এর রাস্তা তৈরি করেছে। বর্তমান ভারতে অবস্থানকারী মৃতরাজেন্দ্রনাথ মন্ডল এর ছেলে কালিদাস মন্ডলের নামে কে বা কারা ১৫০০ দাগে খতিয়ান খোলে। যার নং ১৯৭। ওই জমির ব্যাপাওে কালিদাসের কোন দলিল বাডকুমেন্ট নেই। এই রাস্তার জায়গা টুকু দখল করে নিলে এলাকা বাসি চলাচল করতে পারবে না। রাস্তাটি উদ্ধার করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসি।
খুলনা গেজেট/কেএম