করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় ঐতিহ্যবাহী নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে ৩টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। আমেরিকার তৈরি আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের মেশিন ৩টি বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিবের নিকট হস্তান্তর করা হয়।
মেশিন হস্তান্তর উপলক্ষে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, পৌর কাউন্সিলর শেখ আব্দুল ওয়াদুদ, শাহ্ জোবায়ের, আব্দুল গফ্ফার বিশ্বাস, জিয়াউদ্দিন পলাশ, জাকির হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আসমা বেগম, শিরিনা বেগম, রাশিদা বেগম লিপি, বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ।
পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, নওয়াপাড়া পৌরসভা মানব কল্যাণে সর্বদা নিয়োজিত। সেবা দানের লক্ষে পৌর পরিষদ বিভিন্ন ধরণের কর্মকান্ড অব্যাহত রেখেছে। যার ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের করোনা ইউনিটে ৩টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হল। করোনা রোগীদের জন্য এই মেশিন সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরণের সেবামূলক কাজে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
খুলনা গেজেট/এনএম