যশোরের মণিরামপুরে গৃহবধূ জাহানারাকে ধর্ষণের পর হত্যা মামলায় আটক তিন আসামিকে ডিএনএ টেষ্টের জন্য ঢাকায় নিয়েছে পিবিআই। সোমবার রাতে তাদের ঢাকায় নেওয়া হয়।
আটক আলতাফ মণিরামপুর উপজেলার শরসকাঠি গ্রামের মোতালেবের ছেলে, মনিরুল একই গ্রামের জিন্নাতের ছেলে ও মোজাম্মেলের বাবার নাম শাহাজাহান।
পিবিআইয়ের পুলিশ পরিদর্শক হিরন সরকার জানান, মণিরামপুরের জয়পুর গ্রামে ২৩ ফেব্রুয়ারি রাতে জাহানারাকে গণধর্ষণের পর হত্যা করা হয়। পরের দিন ২৪ ফেব্রুয়ারি মণিরামপুর থানায় মামলা হয়।
মামলাটি তদন্ত করছে পিবিআই। এ ঘটনায় তিনজন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় আলতাফ, মনিরুল ও মোয়াজ্জেম। এরপর থেকে ওই আসামিরা যশোর কেন্দ্রীয় কারাগারে ছিল।
আদালতের নির্দেশে তাদের পুলিশি পাহারায় কারাগার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাদেরকে ঢাকায় ফরেনসিক বিভাগে নেয়া হবে ডিএনএ পরীক্ষার জন্য। এরপর ফের তাদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হবে।
খুলনা গেজেট/এসজেড