নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন ধর্ষণকারীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। সারা দেশে ধর্ষণকারীদের ভয়ে মানুষ আতংকগ্রস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জসিট দাখিল করে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। এই পরিবারকেও অবাঞ্ছিত ঘোষণা করার প্রয়োজন দেখা দিয়েছে। জনতার দাবি সরকার কখনো উপেক্ষা করতে পারবে না। এ দাবি উপেক্ষা করলে তারা গণধিকৃত হবে। বেলা ১১টায় স্থানীয় হোটেল আরাফাতে নাগরিক ঐক্য খুলনা মহানগরী আয়োজিত প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, গত ৪ মাস যাবৎ আম্ফানে ক্ষতিগ্রস্থ দক্ষিণাঞ্চলবাসী অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য অবিলম্বে দক্ষিণাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ ভাঙ্গার পর জোয়ারের পানি ওঠানামার সাথে মানুষের ভাগ্য জড়িয়ে থাকায় সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পাশাপাশি আম্ফানের ত্রাণের অর্থ অসাধু সরকারি কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে। এ অবস্থার অবসানে নাগরিক ঐক্যের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ সেইসাথে সুন্দরবনকে বাঁচাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দাবি করেছেন। সারা দেশের ধর্ষণের কারণে ১৭ কোটি মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এর সাথে যুব ও ছাত্রলীগ কর্মীরাই জড়িত। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বসবাসযোগ্য পরিবেশ গড়তে হবে। স্বাস্থ্যখাতের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও সকল স্তরের মানুষকে দ্রুত করোনা ভ্যাকসিন দেয়ার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।
প্রতিনিধি সভায় সংগঠনের নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী শহিদুল্লাহ কায়ছার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মোঃ সাকিব আলী, কেন্দ্রীয় সদস্য দিদারুল আলম বাবুল, মোফাখ্খরুল ইসলাম নবাব, মুন্সিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল আবু তালেব দেওয়ান, জয়পুরহাটের দায়িত্বশীল এ্যাড. শহীদুল ইসলাম, নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্না।
শুভেচ্ছা বক্তৃতা করেন তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. এ বি এম আলমগীর সিকদার, জাসদের জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, জেএসডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম। স্বাগত ভাষণ দেন সংগঠনের খালিশপুর থানা শাখার আহŸায়ক এ্যাড. মোঃ নজরুল ইসলাম।
খুলনা গেজেট/কেএম