খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে চালক নিহত
  ৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা : হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ
  আইনজীবী আলিফ হত্যা : ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭

ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশ এগিয়ে : সালাম মূর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ধর্ম নিরপেক্ষতার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের যে কোন দেশের তুলনায় এগিয়ে রয়েছে। এদেশে যখনই আওয়ামী লীগ সরকার পরিচালনা করে তখন এদেশের মানুষ সুশাসনের মাধ্যমে শান্তিতে বসবাস করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে জাতি ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে । এ কারণে বাংলাদেশের প্রতিটি স্তরে সারাদেশে ব্যাপক পরিমাণে মন্দির মসজিদ বিনির্মাণে অবদান রাখছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি পুনরায় আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ পরিচালিত হলে সর্ব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করে । বিএনপি’র সময়ে এদেশের ব্যাপক অরাজকতা এবং ধ্বংসাত্বক রাজনীতিতে দেশ পরিচালনা করেছে বিধায় বাংলার মানুষ তাদেরকে বারবার ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিয়েছে ।

শনিবার (২০ আগস্ট) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শিয়ালিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ, রূপসার টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নের সংযোগস্থল তালতলা-রামপাল (পলঘাট সড়কের ৪০ মিটার) পিএসসি গার্ডার ব্রিজের এবং ঘাটভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল-নিজাম উদ্দীন হাউস সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন, ঘাটভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটি ইউনিয়নের সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সারাদেশে বিএনপি জোটের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ, ম, আব্দুস সালাম , জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার পিকিং সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউ পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর, আলহাজ্ব ইসহাক সরদার, সাবেক চেয়ারম্যান খান শাজাহান কবীর প্যারিস, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, বিনয় কৃষ্ণ হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, যুবলীগ নেতা হারুন মোল্লা, রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, মাধূরী সরকার, সরদার জসীম, সুব্রত বাগচী, শফিকুর রহমান ইমন, আজমল ফকির, আলম খা, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, আরাফাত হোসেন সাকিব, ছাত্রনেতা জুয়েল সরদার, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুজ্জামান কাজল, নাজিম মোড়ল, নাজমুল হুদা অন্জন, রিয়াজ শেখ, রূবেল মোল্যা, রূপম দাস, সাব্বির আহম্মেদ, আজিজুল ইসলাম, ইউসুফ শেখ, জাহিদ শেখ, হাসান সরদার, মুসা মোল্যা সবুজ, ইখতিয়ার লস্কর, সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল, হোসেন শেখ,অমিত মজুমদার, হাকিম, রুহুল আমিন, শোভন বর্দ্ধন, বায়জিদ শেখ, নাজিম মুন্না, ইন্দ্রজিত বিশ্বাস প্রমূখ।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!