খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী বলেছেন, ধর্মীয়জ্ঞান মানুষের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে সমতার শিক্ষা দেয়। এ কারণে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিপুর্ণভাবে নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান অনুসরণের মাধ্যমে সকল শ্রেনী-পেশার মানুষের জীবন মানকে আলোকিত করে। তাছাড়া ধর্মীয় জ্ঞান বাস্তবায়িত করলে ব্যক্তি ও সমাজের কল্যাণ অর্জিত হয়। তাছাড়া ধর্ম মানুষকে সততা ও সত্যব্রতী হতে শেখায়।
তিনি গত ১২ মার্চ রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে সার্বজনিন শিতলাতলা নাট মন্দির কর্তৃক আয়োজিত ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নামযজ্ঞ কমিটির সভাপতি পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, এ্যাড. সুজিত অধিকারীর সহধর্মিনী রমা অধিকারী। কমিটির সাধারণ সম্পাদক শক্তিপদ বসুর সঞ্চালনায় বক্তৃতা করেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, আওয়ামী লীগ নেতা মোল্লা তাহিদুল ইসলাম, আবু আহাদ হাফিজ বাবু, তাপস বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস, নগরবাসি বৈরাগী, ইন্দ্রজিৎ অধিকারী, কমিটির উপদেষ্টা বিবেকানন্দ রায়, মাধব বিশ্বাস, বিকাশ চন্দ্র মালী, গৌরাঙ্গ মালাকার, নৃপেন্দ্রনাথ রায় প্রমূখ।
অনুষ্ঠানে নামগান পরিবেশন করেন শিব শংকর সম্প্রদায়, সখা অর্জুন সম্প্রদায়, মা কমলা সম্প্রদায়, ভাইভাই সম্প্রদায়, রাই রাখাল সম্প্রদায় ও লোকনাথ সেবা সংঘ সম্প্রদায়। তাছাড়া নামযজ্ঞানুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই