খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৪ ওভারে ১৯৪ রান তুলতেই খোয়াতে হয়েছে ৮ উইকেট। মিরপুরের উইকেট আজ আনপ্লেয়েবল মনে হচ্ছে না। শট খেলা যাচ্ছে। বেশিরভাগ বাংলাদেশি ব্যাটারই আউট হচ্ছেন বাজে শটে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেছিলেন তামিম ইকবাল আর লিটন দাস। পঞ্চম ওভারে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। ক্রিস ওকসকে স্কয়ার লেগ দিয়ে চমৎকার পুল শটে ছক্কায় উড়িয়ে পরের বলেই এলবিডাব্লিউ হয়ে যান লিটন (৭)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কাটা দেন মার্ক উড। গতির ঝড় তোলা এই পেসারক ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে যান অধিনায়ক তামিম ইকবাল (২৩)। শান্ত-মুশফিকের জুটি বেশ জমে উঠেছিল। তবে স্লগ সুইপ করতে গিয়ে আদিল রশিদকে উইকেট উপহার দেন মুশফিক (১৭)।

ভাঙে ৪৪ রানের সম্ভাবনাময় জুটি। সাকিবও আউট হয়েছেন একই শট খেলতে গিয়ে। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে করেন ৮ রান। দারুন খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ফিফটি তুলে নেন ৬৭ বলে। এরপর আর বেশিদূর যেতে পারেননি। আদিল রশিদের গুগলিতে পুল করতে গিয়ে ক্যাচ দেন জেসন রয়ের তালুবন্দি হয়ে থামে তার ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৫৮ রানের ইনিংস। এরই সঙ্গে ভাঙে মাহমুদউল্লাহর সঙ্গে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি। এরপর মার্ক উডের বলে মাহমুদউল্লাহ (৩১) আউট হলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৯৪ রানে নেই ৮ উইকেট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!