দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় মহানগরীর আওতাধীন সকল থানায় আগামী ২৪ ফেব্রুয়ারী পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহনের জন্য অধস্তন থানা শাখাকে নির্দেশনা দেওয়া এবং সংশ্লিষ্ট শাখায় প্রস্তুতি সভাসহ থানায় নগর নেতৃবৃন্দ সার্বক্ষণিক তদারকির বিষয়ে বৈঠকে জোরদার ভুমিকা গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোল্লা রবিউল ইসলাম তুষার, ফেরাদাউস গাজী সুমন, এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ এসজেড