খুলনায় বিদ্যুৎ ভবনের দেওয়াল ধসে নিহত শিশু তামিমের বাবা মিঠু আকনকে আউটসোর্সিংয়ে চাকরি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ওজোপাডিকোর ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু তামিমের বাবা মিঠু আকনকে আউটসোর্সিংয়ের আওতায় বিদ্যুৎ বিভাগে ‘লাইন হেল্পার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দেওয়াল ধসে যে ২ শিশু আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার তারা বহণ করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার দুপুরে বিদ্যুৎ ভবনের দেওয়াল ধসে তামিম নামে এক শিশু নিহত ও ২ শিশু আহত হয়েছিল। এ ঘটনার পর ওজোপাডিকোর পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।