দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের মণিরামপুর পৌর শহরে সুশাসনের জন্য নাগরিক সুজনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার সামনে যশোর-সাতক্ষীরা মহা সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন। সুজনের উপজেলা কমিটির অর্থ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও বণিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা সভাপতি প্রভাষ চন্দ্র দাস, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম উপজেলা কমিটির সভানেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, সুজনের অশোক কুমার বিশ্বাস।
এছাড়া উক্ত মানববন্ধনে অংশ নেন সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগাঠনিক সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার দে, সদস্য প্রভাষক হাসিনা আক্তার কাকলী, সুরাইয়া নার্গিস, আনন্দ কুমার দেবনাথ, লাভলী খাতুন, শফিকুজ্জামান, পৌর কাউন্সিলর শংকরী রানী বিশ্বাস, পৌর কাউন্সিলর পারভিনা আকতার, সমাজকর্মী মহসিন আলী খান, শিক্ষার্থী তাসনিম আহম্মেদ ইমন প্রমুখ।
খুলনা গেজেট/কেএম