খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দারিদ্র, ক্ষুধা, নিরক্ষর ও সাম্প্রদায়িক মুক্ত সোনার বাংলাদেশের। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ কোটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। তার অবদান কোনদিন ভুলতে পারবো না। এই আগস্ট মাসে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ২০০৪ সালে ২১ আগস্ট হত্যার চেষ্টা করেছিল বিএনপি জামায়াত। আল্লাহর রহমাতে তিনি বেঁচে গেছেন। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে আজ পরিচিতি লাভ করেছে। আমাদের সকল নেতাকর্মীকে সংগঠিত ও সতর্ক থেকে শেখ হাসিনার সাথে কাজ করে যেতে হবে, সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় তেরখাদা উপজেলার জয়সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, শেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কামরুল ইসলাম, থানার ওসি (তদন্ত) দেবাশীষ দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা শেখ রাজা মিয়া, মো: জনাব আলী শেখ, মোল্যা জিয়াউর রহমান, মাও: আব্দুর রাজ্জাক রাজা, এস এম হাবিব, শওকাত মোল্যা, আব্বাস মোল্যা, বাছিতুল হাবিব প্রিন্স, শেখ তোফায়েল আহমেদ, ইদ্রিস আলী ইদু, আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন হোসেন, শেখ আনিছুল হক, কৃষক লীগ নেতা এস এম নাজমুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মো: নজির শেখ, প্রধান শিক্ষক মু. ইকরামূল হক, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, গোলাম মোস্তফা, উপজেলা মহিলা লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমিসহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
এরপর বিকাল ৩টায় তেরখাদা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা গেজেট/এমএনএস