সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন পেয়েছেন মুজিবর রহমান। তিনি দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে এ সংক্রান্ত দলীয় পত্র জারি করা হয়েছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার মাঝি হতে গত বুধ ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন পাঁচজন। তারা হলেন, দেবহাটা উপজেলা আ’লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আ’লীগের পরপর তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
প্রসঙ্গত, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি’র মৃত্যুতে এই পদটি শুন্য হয়। নির্বাচন কমিশন এখানে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এমএম