কাল মধ্য রাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। আজ রাত পোহালেই আগামীকাল সোমবার খুলনা সিটি করপোরেশনের কাংখিত ভোট। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রোববার বেলা ১১টা থেকে নির্বাচনী মালামাল বিতরণ শুরু হবে। নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে নির্বাচনী মালামাল বুঝে নেবেন ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। সোমবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। এবার কেসিসির সব কেন্দ্রেই ইভিএমে ভোট হবে।
রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, নির্বাচনে কেসিসির মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেবেন।
খুলনা গেজেট/এসজেড