শ্রমিক কৃষক বাঁধো জোট, দুনিয়ার মজদুর এক হও গণ সংগীতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় স্থানীয় হাদিস পার্কে ঐক্য কংগ্রেসের সূচনা হয়।
সারা দেশ থেকে দলের শ’শ’ নারী পুরুষ কংগ্রেসে যোগ দিয়েছে। লক্ষ্য দুটি দলের একভূতকরণ। উদ্দেশ্য জন গণতান্ত্রিক বিপ্লব।
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে।
গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও খুলনার দলীয় সমর্থকরা ইতিমধ্যে পৌঁছেছে।বিভিন্ন জেলা থেকে আসা মিছিলকারীরা নছিমন, করিমন, আলম সাধু ও থ্রি উইলারের আইনি বৈধতা চেয়েছে।
আজকের ঐক্য কংগ্রেসকে স্নাগত জানাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনার নেতৃবৃন্দ হাদিস পার্কে যোগ দিয়েছে।
আয়োজকরা বলেছেন, এ বাম দু’ দলের গঠণতন্ত্র, আদর্শ, দর্শন ও অর্থনীতি এক এবং অভিন্ন। ভিন্ন অবস্থানে থেকে সংগঠন দু’টির বিকাশ লাভ হয়নি। সেই লক্ষেই তাদের ঐক্য প্রক্রিয়া।
আজকের ঐক্য কংগ্রেসকে কেন্দ্র করে হাদিস পার্কের প্রধান ফটকে আজিজুর রহমান তোরণ স্থাপন করা হয়েছে। শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ স্থাপন হয়েছে। বেলা আড়াইটার উদ্বোধনী পর্বে ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সভাপতিত্ব করবেন।
বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, ৯ বামদলের সমন্বয়ক জাফর হোসেন ও তেল, গ্যাস, খনিজ সম্পদ সংগ্রাম কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার সকাল ৯টায় বসবে কাউন্সিল অধিবেশন।