শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৭৬ রানের পাহাড় পাকিস্তানের। তখনই বোঝা যাচ্ছিল, লঙ্কানদের সামনে ইনিংস পরাজয়ের শঙ্কা।
স্বাগতিকরা হয়তো ভেবেছিল, অন্ততপক্ষে লড়াইটা করতে পারবে। কিন্তু দুই বোলার নোমান আলি আর নাসিম শাহ মিলেই শেষ করে দিলেন লঙ্কানদের।
এর মধ্যে বেশি ভয়ংকার ছিলেন নোমান আলি। বাঁহাতি এই স্পিনার একাই নেন প্রথম ৭টি উইকেট। শেষ ৩ উইকেট শিকার পেসার নাসিমের।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে এক ইনিংস এবং ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাবর আজমের দল।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হয়ে একাই লড়াই করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। ১২৭ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৩ করেন ম্যাথিউস। ৬৭.৪ ওভারে দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানে অলআউট হয় লঙ্কানরা।
নোমান আলি ৭০ রানে শিকার করেন ৭ উইকেট। ৪৪ রানে শেষ তিনটি উইকেট নেন নাসিম। তিনটিই করেন বোল্ড।
খুলনা গেজেট/ বিএম শহিদ