দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ড্র হওয়ার পর ঢাকায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। যে দল জিততে, শিরোপার হাসি তাদেরই। সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনে আগের একাদশ থেকে ঢাকা টেস্টের একাদশে দুইটি করে পরিবর্তন এনেছে দুই দল।
মিরপুরে সকাল ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
স্বাগতিক শিবির পরিবর্তন এনেছে বলার চেয়ে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বলাই শ্রেয়। প্রথম টেস্টে পাওয়া চোটে ছিটকে গেছেন দুই বোলার। পেসার শরিফুল ইসলাম আর অফ স্পিনার নাঈম হাসান। যেখানে শরিফুলের জায়গা নিয়েছেন এবাদত হোসেন আর নাঈমের জায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৯ সালের পর আবার টেস্ট জার্সিতে মূল একাদশে মোসাদ্দেক।
চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে দুইটি পরিবর্তন দিয়ে ঢাকা টেস্টের একাদশ সাজিয়েছেন শ্রীলঙ্কা। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলডেনিয়ার পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াভিক্রমা। চট্টগ্রামে বল হাতে সুবিধা করতে পারেননি এম্বুলডেনিয়া, ৪৭ ওভার হাত ঘুরিয়ে নেন মোটে ১ উইকেট।
এছাড়াও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাথায় বলের আঘাত পেয়ে উঠে যাওয়া বিশ্ব ফার্নান্দোকে ঢাকা টেস্টের একাদশে রাখেনি সফরকারীরা। তার পরিবর্তে কনকাশন বদলি হয়ে মাঠে নামা কাসুন রাজিথাকে সুযোগ দেওয়া হয়েছে। এই পেসার বদলি হিসেবে নেমেই নেন ৪ উইকেট।
এক নজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ : তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
শ্রীলঙ্কা : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।