খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গেজেট ডেস্ক

দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর নামক স্থানে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার সময় দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় তিন জেলা থেকে রংপুর মহাসড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের ১ নম্বর নশরতপুর গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মোস্তাাফিজ রহমান (২১), খামার সাতনালা গ্রামের শামসুল হকের ছেলে সোহান (১৭) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে চালক ফয়জার রহমান (২৫)।

কোতয়ালী থানা পুলিশ জানায়, নিহতরা একটি পিকআপ নিয়ে রানীরবন্দর থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রংপুরের উদ্দেশ্য যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার সময় দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর টেক্সটাইল মিলের সামনে পৌঁছলে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংর্ঘষ হয়। সংর্ঘষে বিআরটিসি বাস ও পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত যাত্রী পড়ে লেকার পাশাপাশ ব্যবসাও করে বলে জানা যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চি করে জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!