খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

দিঘলিয়া বিএনপির ৮৩ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার পথেরবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মো. সাইফুর রহমান মিন্টুসহ ৮৩ নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেছে।

সোমবার (২৯ আগস্ট) খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত “চ” অঞ্চলের বিচারক ইশরাত জাহানের নিকট জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাঁদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত: ২৫ আগস্ট বিকালে পথেরবাজার সংলগ্ন লুৎফরের বটতলায় বিএনপির সমাবেশ চলাকালীন সময় সমাবেশস্থলে খবর আসে পথেরবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়েছে। এ সংবাদের ভিত্তিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয় বলে পরেরদিন সংবাদ সন্মেলনে দাবি করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ ঘটনার পরিপেক্ষিতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী বাদী হয়ে পরদিন মো: সাইফুর রহমান মিন্টুসহ ৮৬ জনের নামে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করে।

ঘটনারদিন রাতেই জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করে। এ ঘটনায় জেলা বিএনপিনেতা খাইরুল ইসলামসহ ৯ জন আহত হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!