খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব ও কর্তব্যরত দুঃস্থ ও অসহায় সাংবাদিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক এবং প্রচার সম্পাদক কে এম আসাদুজ্জামান প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে কম্বলগুলো গ্রহণ করেন।
এর আগে একইস্থানে বীর মুক্তিযোদ্ধা, হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদ এবং দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, আঃলীগনেতা মোঃ মোকবুল হোসেন, যুবলীগনেতা শেখ আনিচুর রহমান, মোড়ল হাসান মাহামুদ রাকিব প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই