দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিঘলিয়া থানা এবং এর অন্তর্গত সেনহাটি, দিঘলিয়া সদর, গাজিরহাট ও বারাকপুর ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত স্থগিত করেছে জেলা বিএনপি।
গত ১৪ মে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার পথে খুলনা সদর হাসপাতাল ঘাটে সংঘঠিত অভ্যন্তরীণ মারামারির ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মে) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দিঘলিয়া থানা ও থানার অন্তর্গত চারটি ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে উপরোক্ত সিদ্ধান্ত অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
খুলনা গেজেট/ আ হ আ