মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি দিঘলিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বেলা ১২ টায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাজনীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষক সমিতির সভাপতি খান নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা ও দিঘলিয়া সদর ইউপি সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা শিক্ষক সমিতির প্রাক্তণ সাধারণ সম্পাদক মোলাা রফিকুল ইসলাম, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডু, শিক্ষকনেতা পরিমল কুমার মন্ডল, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসন্ত মল্লিক, একে এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল কান্তি, আড়ুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার মন্ডল, বারাকপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আহন্মেদ আলী মিনা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান ও মোঃ হাবিবুর রহমান মল্লিক।
সম্মেলনে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম সভাপতি এবং হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ রাজাকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/এনএম