খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

দিঘলিয়ায় হাঙ্গার প্রজেক্ট’র ‘টাউনহল মিটিং’

‌দিঘ‌লিয়া প্রতি‌নি‌ধি

হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে এবং ইউনিসেফ এর সহযোগীতায় কোভিড -১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা জোরদারকরণ কর্মসূচীর আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ টাউনহল মিটিং। দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিটিং এ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর তথ্য ও সেবা প্রদানকারী অফিসার মোঃ জামাল হোসেন, সাংবাদিক একরামুল হোসেন লিপু, শেখ রবিউল ইসলাম রাজিব প্রমুখ।

টাউনহল মিটিং এ মোট ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!