দিঘলিয়া উপজেলার সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমগ্র বিশ্বের স্কাউটস আন্দোলনের পুরোধা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ওই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি সেনহাটী বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন জেলা স্কাউটস কমিশনার খান নজরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ মাহাবুবুল আলম, জেলা স্কাউটস সম্পাদক এস এম ফরহাদ হোসেন, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার মোঃ আমিরুল ইসলাম, কাব স্কাউটস লিডার আশীষ কুমার বাগচি, উপজেলা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
একই বিদ্যালয়ে ২০ ফেব্রুয়ারি থেকে ৫ দিন ব্যাপী ২৭২ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। খুলনা অঞ্চলের ৩২ জন স্কাউট লিডার এ বেসিক কোর্সে অংশগ্রহণ করছেন। খুলনা জেলা স্কাউটস এবং দিঘলিয়া উপজেলা স্কাউটস এর যৌথ আয়োজনে এ বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। ১০ জন প্রশিক্ষক কোর্সটি পরিচালনা করছেন। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তাবু জলসার মাধ্যমে এ কোর্সের সমাপ্তি ঘটবে।
খুলনা গেজেট/ টি আই