অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে আওতায় নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবাপ্রদানকারীদের সাথে এক মতবিনিময় সভা রবিবার (১৮ সেপ্টেম্বর) দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ ফজলুল করিম, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মোঃ আহসান হাবিব, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন, উপজেলা সমন্বয়কারী শান্মীন আক্তার প্রমুখ।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো- অপারেশন এসডিসি’র আর্থিক সহায়তায়, হেলভে সুইস ইন্টারকো অপারেশনের কারিগরি সহায়তায় রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অপরাজিতা নারী ও সরকারি কর্মকর্তাসহ ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।