দিঘলিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ “সদ্ভাব” শতকের নামানুসারে “সদ্ভাব” লাইব্রেরী। রবিবার ২৭ ডিসেম্বর বিকালে দিঘলিয়া উপজেলার আড়ুয়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন ঘোষনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।
স্বেচ্ছাসেবী সংগঠন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক এর আয়োজক।। সংগঠনের উপদেষ্টা দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, সংগঠনের উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম, আড়ুয়া উদয়ন সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা স্বপন কুমার মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রভাষক প্রসেনজিৎ সিকদার, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা জি এম আকরাম, উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, সিনিয়র শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা শিল্পী রানী মল্লিক, আলোর মিছিলের সভাপতি শেখ তারেক, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাজিব, স্বেচ্ছাসেবী সংগঠন দিঘলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি শেখ আল -আমিন, সাধারণ সম্পাদক মোঃ শাকিল মোড়ল ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর প্রতিনিবৃন্দ।
খুলনা গেজেট/কেএম