দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামের দারুল উলুম মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র তামিম মোল্লা (৭) হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ইয়াছিন মোল্লার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই রানা প্রতাপ ঘোষ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, শিশুটি খুন হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নিহতের প্রতিবেশী ইয়াছিন মোল্লা ও কুদ্দস মোল্লার আচারণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের দু’জনকে গ্রেপ্তার করে। পরে ৭ দিনের রিমান্ড আবেদন প্রেরণ করলে আদালত ইয়াছিন মোল্লাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাতে শিশু তামিম এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজ নেওয়ার পরদিন বিকেল চারটায় লাখোয়াটি গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ টি আই