দিঘলিয়া উপজেলার লাখোয়াটী গ্রামের দারুল উলুম মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র তামিম মোল্লা (৭) হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে প্রেরণ করলে, আদালত বুধবার শুনানির দিন ধার্য করে তাদের দু’জনকে কারাগারে প্রেরণ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৪৫) এবং মৃত আজিজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৪৫)।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, মঙ্গলবার (২ মার্চ) তাদের দু’জনকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জন তামিমদের প্রতিবেশী এবং উভয় পরিবারের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কোন তথ্য তারা দিতে অপারগ বলে জানিয়েছেন। এ মামলার অধিকতর তথ্য জানতে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তামিম এশার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজ নেওয়ার পরদিন বিকাল ৪ টায় লাখোয়াটি গ্রামের গোয়ালবাদ বিলের একটি ডোবা থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই ঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের মা জাহানারা বেগম কলি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন, যার নং ৯।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রানা প্রতাপ ঘোষ বলেন, আসামিদের রিমান্ডে নিলে এ মামলার জট পরিস্কার হয়ে যাবে।
খুলনা গেজেট/ টি আই