দিঘলিয়ায় বেসরকারি সংস্থা রুপান্তর আয়োজিত রাজনৈতিক দলের বিভিন্ন নারী এবং অপরাজিতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টা দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্যসেবা অফিসার সাইদা রহমান ও সংস্থার উপজেলা সমন্বয়কারী শাম্মীন আক্তার।
” অন্যদিকে “শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” এই শ্লোগানকে সামনে রেখে একই সংস্থা আয়োজিত প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সেনহাটী আলহাজ্ব সারোয়ার খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, উপজেলা তথ্যেসেবা অফিসার সাইদা রহমান, সংস্থার উপজেলা কমিটির আহবায়ক সাংবাদিক শেখ মনিরুল ইসলাম,সদস্য সচিব সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাশেম, ইউনিয়ন কমিটির কমিউনিটি লিডার মোল্যা মাকসুদুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য খুলনা গেজেটের রিপোর্টার মোঃ একরামুল হোসেন লিপু, সাংবাদিক শেখ রবিউল ইসলাম রাজীব প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাজনীন আক্তারী।
খুলনা গেজেট/ টি আই