খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজারে তানজির গাজী (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তানজির উপজেলার বারাকপুর গ্রামের মোঃ রুস্তম গাজীর ছেলে।
দিঘলিয়া থানার ডিউটি অফিসার এসআই সঞ্জিত মুঠোফোনের এ প্রতিবেদককে বলেন, বেলা পৌনে ৩ টার সময় থানায় সংবাদ আসে বারাকপুর বাজারের তানজির গাজী (২২) নামে এক মুদি ব্যবসায়ী দোকানের ভীতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ সংবাদ পাওয়ার পর এসআই অভিজিৎ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্বার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২০/২২ বছরের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে বিষয়টি রহস্যজনক মনে হওয়াই আমরা প্রশাসনের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি দেয়নি।
খুলনা গেজেট/এনএম