‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে দিঘলিয়ায় উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলো ২৬ মার্চ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। সকাল ১০ টায় উপজেলা পারিষদ মিলনায়তনে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পন কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং সুধীবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই